হবিগঞ্জে পানিবন্দি ২৫ হাজার মানুষ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ আগস্ট ২২, ১২:১৯ অপরাহ্ন

হবিগঞ্জ: হবিগঞ্জে সাড়ে ৬ হাজার পরিবারের ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কয়েকটি নদীর উজান থেকে নেমে আসা ভারতীয় ঢলে তারা বন্যা কবলিত।

 জেলার পানিবন্দি উপজেলা হলো চুনারুঘাট, মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদর। শেষ খবর পাওয়া পর্যন্ত এসব এলাকার মানুষের জন্য ১১৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।  

বুধবার (২১ আগস্ট) দিনগত রাত ১২টায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সুমি রানি পাল বাংলানিউজকে এ তথ্য জানান।  

♦ আরও পড়ুন:  হাঁটুপানির নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, তীব্র যানজট

তিনি বলেন, ‘শেষ খবর পাওয়া পর্যন্ত চার উপজেলায় ১৬টি ইউনিয়নের ৬ হাজার ৪১০টি পরিবার ও ২৫ হাজার ৬০৮ জন মানুষ পানিবন্দি। তাদের জন্য ১১৬টি বন্যা কেন্দ্র প্রস্তুত। পানিবন্দি মানুষদের বিতরণের জন্য ৯৬৫ টন চাল, এক হাজার ৫৬০ প্যাকেট শুকনো খাবার ও নগদ ২১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ’ 

এদিকে, বুধবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার বাল্লা পয়েন্টে খোয়াই নদীতে পানির উচ্চতা ছিল ২৩ দশমিক ২১ মিটার। যা বিপৎসীমার ২০১ সেন্টিমিটার ওপরে। একই সময়ে নদীর শায়েস্তাগঞ্জ পয়েন্টে ১৪ দশমিক ০২ মিটার বা বিপৎসীমার ১২৭ সেন্টিমিটার ওপরে এবং সদর উপজেলার মাছুলিয়া পয়েন্টে সন্ধ্যায় পানির উচ্চতা মাপা হয় ১১ দশমিক ০০ মিটার। যা বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার ওপরে ছিল।  

♦ আরও পড়ুন: টানা বৃষ্টিতে ফেনী-নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি

রাত ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে নতুন নতুন এলাকার রোপা আমনের বীজতলা ও সবজির জমি প্লাবিত এবং মৎস্য খামার থেকে মাছ ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework